IQNA

সিঙ্গাপুরের মসজিদে মুসল্লিদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানো হল

19:31 - October 02, 2020
সংবাদ: 2611570
তেহরান (ইকনা): সিঙ্গাপুরের সরকারী স্থানসমূহে ধীরে ধীরে করোনারি বিধিনিষেধ হ্রাস করার নীতিমালার অংশ হিসাবে, সেদেশের ১৯ টি মসজিদে আগামী সপ্তাহ থেকে আরও ৫০ জন মুসল্লি জামাতের নামাজে অংশগ্রহণ করতে পাবরেন বলে ঘোষণা করা হয়েছে।

সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কাউন্সিল (MUIS) সেদেশের সাধারণ স্থানসমূহ ক্রমান্বয়ে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে এবং এ ব্যাপারে ঘোষণা করেছে: আগামী বুধবার (৭ম অক্টোবর) থেকে ১৯ টি মসজিদে আরও ৫০ জন মুসল্লি জামাতের নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

এ পর্যন্ত সেদেশের মসজিদসমূহে মাত্র ৫০ জন মুসল্লি জামাতের নামাজে অংশগ্রহণ করতো। এ ঘোষণার পর থেকে আগামী বুধবার থেকে ১৯টি মসজিদে সর্বমোট ১০০ জন মুসল্লি জামাতের নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াল কাউন্সিল ঘোষণা করেছে যে, তারা প্রতি সপ্তাহে মসজিদে মুসল্লিদের সংখ্যা ধীরে ধীরে বাড়িয়ে ত্রিশ হাজারে পৌঁছাবে।

বর্তমানে সিঙ্গাপুরের মুসলমানেরা মসজিদে নামাজ পড়ার জন্য রিজার্ভেশন ব্যবস্থা ব্যবহার করেন। এই সিস্টেমটি এই বছরের জুনে চালু হয়েছে। এই ব্যবস্থা চালু করার পর সেদেশের প্রত্যেক মুসলমান সাত সপ্তাহ পরে একদিন মসজিদে নামাজ আদায়ের অনুমতি পান। iqna

captcha