IQNA

বাহরাইনে জোহরের নামাজের জন্য খুলে দেওয়া হল মসজিদসমূহ

20:06 - November 08, 2020
সংবাদ: 2611779
তেহরান (ইকনা): বাহরাইনে করোনার প্রাদুর্ভাবের কারণে মসজিদসমূহ কয়েক মাস বন্ধ থাকার পর শুধুমাত্র জোহরের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে। জোহরের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সকল স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব সংক্রান্ত নীতিমালা পালন করতে হবে।

টানা আট মাস বন্ধ থাকার পরে বাহরাইনের মসজিদসমূহ জোহরের নামাজের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

দুই মাস পূর্বে করোনার প্রতিরোধ প্রোটোকল অনুসার করে সেদেশের মসজিদগুলি ফজরের নামাজের জন্য খোলা হয়েছিল। এই প্রকল্প সফল হওয়ার পর দু'মাস পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুন্নি এন্ডোমেন্ট কাউন্সিল এক বিবৃতি বলেছে: জোহরের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই অনুমতি শুক্রবারে জুমার নামাজ বা জোহরের নামাজের অন্তর্ভুক্ত নয়।
এই কাউন্সিল যোগ করেছে যে, আজান এবং জোহরের নামাজের মধ্যকার সময় যেন ১০ মিনিটের বেশি না হয় এবং মসজিদে উপস্থিত সকল মুসল্লিকে অবশ্যই করোনার প্রতিরোধের সমস্ত নীতি পালন করতে হবে।

করোনার প্রাদুর্ভাব বিস্তারের ফলে বাহরাইনে ২৩শে মার্চ থেকে সকল মসজিদ বন্ধ করা হয়েছিল। তবে আগস্টের শেষের দিকে মসজিদসমূহে ফজরের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছিল।

এছাড়াও অন্যান্য নীতিমালা রয়েছে, সেগুলো হচ্ছে: মুসল্লিদের একে অপরের থেকে দুই মিটার দূরে অবস্থান করতে হবে এবং দশ মিনিটের মধ্যে নামাজ শেষ করতে হবে। মসজিদের প্রবেশ পথে ভিড় করতে পারবে না। নামাজ পড়ার পরেও মুসল্লিরা মসজিদের ভিতরে অবস্থান করতে পারবে না এবং বৃদ্ধ, অসুস্থ এবং ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদে যাওয়ার অনুমতি নেই।

উপরন্তু, মুসল্লিদের বাড়ি থেকে ওযু করে আসতে হবে, কারণ মসজিদের ওযুখানা আপাতত বন্ধ রয়েছে। তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে হবে। iqna

captcha