লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মাহসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার রাতে “শহীদ দিবস” উপলক্ষে স্থানীয় সময় অনুযায়ী ২০:৩০ মিনিটে মূল্যবান বক্তব্য পেশ করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদদের মহান অবস্থানের প্রশংসার আলোকে এবং বর্তমান রাজনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তব্য করবেন। iqna