IQNA

"শহীদ দিবস" উপলক্ষে হাসান নসরুল্লাহর ভাষণ

20:14 - November 09, 2020
সংবাদ: 2611785
তেহরান (ইকনা): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মাহসচিব ১২ই নভেম্বর বুধবার রাতে “শহীদ দিবস” উপলক্ষে একটি ভাষণ দেবেন।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মাহসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বুধবার রাতে “শহীদ দিবস” উপলক্ষে স্থানীয় সময় অনুযায়ী ২০:৩০ মিনিটে মূল্যবান বক্তব্য পেশ করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদদের মহান অবস্থানের প্রশংসার আলোকে এবং বর্তমান রাজনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তব্য করবেন। iqna

captcha