IQNA

জার্মানের “আল-আকসা” মসজিদে বর্ণবাদী হামলা

13:42 - November 14, 2020
সংবাদ: 2611810
তেহরান (ইকনা): জার্মানের রাজধানী বার্লিনের আল-আকসা মসজিদে ১২ই নভেম্বর অজ্ঞাতনামারা হামলা চালিয়েছে।

বার্লিনের আল-আকসা গ্র্যান্ড মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি শিনাসী ইয়াশার মসজিদে বর্ণবাদী হামলার বিষয়ে মন্তব্য করে বলেন: ১১ই নভেম্বর ভোরে ফজরের নামাজের জন্য যখন তুরস্ক-ইসলামিক অ্যাসোসিয়েশন অব জার্মানি (DITIB)-এর আওতাধীন এই মসজিদের মোতাওয়ালি মসজিদে প্রবেশ করেন তখন তিনি মসজিদের পিছনের দেওয়াল এবং শৌচাগারের জানালার কাচে ইসলমাবিদ্বেষী কিছু উক্তি লেখা দেখতে পান।

তিনি বলেন: এই দৃশ্যটি দেখে মসজিদ কর্মকর্তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এই বিষয়টি রেকর্ড করে এবং অপরাধীদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে।

শিনাসী ইয়াশার গুরুত্বারোপ করে বলেন: আল-আকসা মসজিদে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আক্রমণ করেছে এবং এই মসজিদে দ্বিতীয়বারের মতো এধরনের হামলা চালানো হয়েছে।

বর্ণবাদী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন: এই অঞ্চলের মুসলমানরা ধর্মীয়, বর্ণ ও ভাষাসহ সকল পার্থক্য ও বিভেদ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের চেষ্টা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির হামবুর্গের আল-মুরাদিয়া মসজিদ থেকেও ইসলাম, মুসলিম এবং তুর্কিদের অবমাননাকর এই বর্ণবাদী বার্তা উদ্ধার করা হয়েছে। iqna

captcha