IQNA

ভারতে মাংসের প্যাকের থেকে “হালাল” অপসারণ

4:55 - January 07, 2021
সংবাদ: 2612075
তেহরান (ইনকা): সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভারতীয় মাংসের প্যাকেজগুলোতে হালাল খাবারের লেবেল বিহীন কিছু ছবি পোস্ট করেছেন। 
ফেসবুক এবং টুইটারে সক্রিয় কর্মীরা ভারতের মাংস প্যাকেজগুলোর লেবেলের ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় যে ট্যাগগুলো থেকে "হালাল" শব্দটি সরিয়ে দেওয়া হয়েছে।
 
আল-আলম আল-ইসলামী নিউজ ওয়েবসাইটটি তার টুইটার পেজে লিখেছে, ভারতীয় কর্মকর্তাদের এই পদক্ষেপের ফলে মুসলিম নেতাকর্মী এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা প্রতিবাদ জানিয়েছে।
 
কিছু ব্যবহারকারী ছবিগুলো  প্রকাশ করে ভারতীয় কর্মকর্তাদের এই পদক্ষেপকে ইসলামের অপমান বলে অভিহিত করেছেন। সেইসাথে গুরুত্বারোপ করে বলেছেন যে, হালাল শব্দটি অপসারণের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে একটি প্রতিকূল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
উল্লেখ্য যে, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও কোন মন্তব্য করে নি।  iqna
 

 

حذف «حلال» و «حرام» از برچسب گوشت‌ها در هند

captcha