IQNA

ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধির ইন্তেকাল

15:12 - January 30, 2021
সংবাদ: 2612180
তেহরান (ইকনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমীন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সর্বোচ্চ নেতার সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের ডেপুটি প্রধানের দায়িত্বে থাকার পাশাপাশি হজরত আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদির পর সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

ড. জাওয়াদ মাজলুমি ১৯৬৪ইং সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে তিনি ধর্মীয় পড়াশুনার জন্য কোমে আসেন। রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘নূরুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন কুরআনিক সফটওয়্যার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সাংস্কৃতি ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।

এর আগে তিনি উলুমে ইসলামি রিসার্চ সেন্টারে হাদিস বিভাগের প্রধান হিসেবে এবং সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সংস্থার উচ্চতর পরিষদের ধর্ম ও সমাজ বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: পার্সটুডে

captcha