IQNA

ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের বার্ষিকী উপলক্ষে;

কারাবন্দীদের সাধারণ ক্ষমায় সর্বোচ্চ নেতার সম্মতি

0:03 - February 09, 2021
সংবাদ: 2612228
তেহরান (ইকনা): ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয়ের বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতায় আয়াতুল্লাহ আলী খামেনেয়ি (হাফিজাহুল্লাহ) ৮৪০ জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন।

ইসলামী বিপ্লবের গৌরবোজ্জ্বল বিজয়ের বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) সশস্ত্র বাহিনীর বিচার-ব্যবস্থাপক, জেনারেল ও বিপ্লবী আদালতের ৩,৮৪০ জন দণ্ডিত ব্যক্তিকে সাধারণ ক্ষমা প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন।

ইসলামী বিপ্লবের গৌরবোজ্জ্বল বিজয়ের বার্ষিকী উপলক্ষে ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইব্রাহিম রাইসির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা গতকাল এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

বিচার বিভাগের প্রধান এসকল কয়েদিদের মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘুর কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতার নিকটে একটি দরখাস্ত করেন। আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) সংবিধানের ১১০ ধারার ১১ অনুচ্ছেদ অনুযায়ী এই দরখাস্তের সম্মতি প্রদান করেন। iqna

 

captcha