IQNA

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় হতাহত ৭০

0:04 - February 27, 2021
সংবাদ: 2612347
তেহরান (ইকনা): নাইজেরিয়ার নিরাপত্তা সূত্র বলছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় ১০ জন নিহত  এবং অপর ৬০ জন আহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ব্রুনো রাজ্যের গভর্নর ঘোষণা করেছেন: ব্রুনো রাজ্যের কেন্দ্রীয় এলাকা মেদজুগোর্জে বোকো হারামের হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন।
 
এদিকে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মেদজুগোর্জ শহরে বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়েছে।
 
রেডিও নাইজেরিয়া জানিয়েছে যে, শহরের অন্য একটি অংশে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।এর ফলে বেশ কয়েকজন শিশু আহত হয়েছে এবং ১৫ জন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
বোকো হারামের এই ভয়াবহ হামলার পর মেদজুগোর্জ এবং বোর্নো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই এলাকায় প্রায় ২০ লাখ মানুষ জীবন যাপন করেন।
 
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। 
 
জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার (ইউএনএইচসিআর) বলছে যে, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলার ফলে এপর্যন্ত ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
 

 

captcha