IQNA

মসজিদুল হারামে দায়েশের সদস্য গ্রেপ্তার

14:03 - April 02, 2021
সংবাদ: 2612547
তেহরান (ইকনা): সামাজিক মিডিয়ার কর্মীরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি মসজিদুল হারামে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সমর্থনে স্লোগান দিচ্ছে। 

গতকাল প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে, ঐ ব্যক্তি মুসল্লিদের মধ্যে পদচারণ করছে এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনে অবস্থিত দায়েশ তথা আইএসের সমর্থনে স্লোগান দিচ্ছে।
 
দায়েশের সমর্থক ব্যক্তি মুসল্লিদের কোন ক্ষতি করতে সক্ষম হয়নি। তবে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। একপর্যায় নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।
 
সৌদি পত্রিকা আল-মদিনা প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলেছে: গ্রেপ্তারকৃত ব্যক্তি “ফিরকা দ্বাল্লা” (বিভ্রান্ত গোষ্ঠী)-এর একজন আইএস সদস্য।
 
আতঙ্ক সৃষ্টি করা এই ভিডিওর প্রতিবাদে টুইটার ব্যবহারকারী “মক্কায় একজন দায়েশ সদস্য” শীর্ষক হ্যাশট্যাগ চালু করেছেন।
 
সৌদি কর্মকর্তারা এখনও পর্যন্ত এই ঘটনার বিবরণে কোন সরকারী বিবৃতি জারি করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এর ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। iqna
captcha