IQNA

দিয়ালার মুসলিম আলেমদের ইউনিয়নের প্রধান;

১৮ বছরে ইরাকি নাগরিকদের বিরুদ্ধে ২৫০০ তাকফিরি ফতোয়া জারি

20:12 - April 03, 2021
সংবাদ: 2612552
তেহরান (ইকনা): ইরাকের দিয়ালা প্রদেশে মুসলিম আলেমদের ইউনিয়নের প্রধান জব্বার আল-মা’য়মুরী ঘোষণা করেছেন: বিগত ১৮ বছরে ইরাকি নাগরিকদের বিরুদ্ধে ২৫০০ তাকফিরি ফতোয়া জারি করা হয়েছে। আর এরফলে বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। 
“আল মা’য়লুমিয়া” সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাতকারে জব্বার আল-মা’য়মুরী বলেছেন: ধর্মীয় কেন্দ্রগুলিতে আধিপত্য বিস্তারকারী তাকফিরি চিন্তাধারার ব্যক্তিদের বিভিন্ন প্রকার চরমপন্থি ফতোয়ার জন্য ইরাকী নাগরিকদের বিশাল মূল্য প্রদান করতে হয়েছে। বিগত ১৮ বছরে ইরাকি নাগরিকদের বিরুদ্ধে ২৫০০ তাকফিরি ফতোয়া জারি করা হয়েছে। আর এরফলে হাজার হাজার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। 
 
তিনি বলেছেন: বিশ্ববাসী এখনও যে কথা জানে না সেটি হচ্ছে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ৫ হাজারের অধিক সৌদি নাগরিক ইরাকি জনগণের মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। 
 
দিয়ালার মুসলিম আলেমদের ইউনিয়নের প্রধান বলেছেন: সৌদি আরবের বিস্ফোরক বেল্ট এবং তাদের মিম্বার এবং ধর্মীয় কেন্দ্রগুলি থেকে জারি করা চরমপন্থি ধারণার প্রচারের মাধ্যমে যারা প্রাণ হারিয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দাবি করার অধিকার ইরাকের রয়েছে। চরমপন্থি ধারণাগুলি ফলে ইরাকের স্থিতিশীলতা হ্রাস পেয়েছে। আর এজন্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং এজেন্ডয় দায়ী।

 

captcha