IQNA

৩৫ বছর বন্দী থাকার পর ইসরাইলী কারাগার থেকে মুক্তি পেলেন “রুশদি”

20:06 - April 05, 2021
সংবাদ: 2612563
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ৩৫ বছর বন্দী থাকার পর আজ সকালে ফিলিস্তিনের “রুশদি আবু মোখ” মুক্তি পেয়েছেন।
ইসরাইলের কারাগারে ৩৫ বছর কারাভোগ শেষে ফিলিস্তিনের পশ্চিম বকাহা এলাকার নিবাসী “রুশদি আবু মোখ” আজ সকালে মুক্তি পেয়েছেন।
 
ফিলিস্তিনি কারাগার সমিতি এক বিবৃতিতে জানিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা ১৯৮৬ সালে আবু মোখ এবং তার তিন বন্ধুকে গ্রেপ্তার করে।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে: ইসরাইলের একটি আদালত প্রথমে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল, কিন্তু পরে এই সাজা কমিয়ে ৩৫ বছর ধার্য করা হয়েছে।
 
রুশদি আবু মোখের দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু যায়নবাদী সরকার তাকে গ্রেপ্তারের পূর্বে ড্রাইভিং লাইসেন্স লঙ্ঘনের অজুহাত দেখিয়ে আরও ১২ দিন কারাগারে আটক করে রাখে। অবশেষে আজ সকালে তিনি ইসরাইলি কারাগার থেকে মুক্তি পান। 
 
আবু মোখ মুক্তি পাওয়ার পর এখনও ইসরাইলি কারাগারে ২৫ জন ইসরাইলি পুরানো বন্দী আছে। এসকল ইসরাইলিকে ওসলো চুক্তির পর বন্দী করা হয়েছে। এই বন্দীদের মধ্যে এগারো জন ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলগুলির বাসিন্দা। তাদের মধ্যে প্রাচীনতম হলেন করিম ইউনুস এবং মাহের ইউনুস। এই দুই জনকে ১৯৮৩ সাল বন্দী করা হয়েছে। iqna

 

captcha