IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে;

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে বার্ষিক কুরআন মাহফিল শুরু

20:28 - April 14, 2021
সংবাদ: 2612615
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে বিগত বছরের মতো এ বছরেও সর্বোচ্চ নেতার উপস্থিতিতে বার্ষিক কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ২০২০ সালের মতো এ বছরেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই মাহফিল অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।
এই মাহফিলে তেহরানের মুসাল্লা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিগণ কুরআন তিলাওয়াত করছেন এবং ইমাম খোমেনী (রহ.) নামক হোসাইনিয়াতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) অনলাইনের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করছেন।
 
জাতীয় অ্যান্টি-করোনার সদর দফতর বর্তমান পরিস্থিতিতে ইরানের সর্বত্রে সমাবেশ  না করার জন্য নির্দেশ দিয়েছে। আর এ কারণে গত বছরের মতো এই বছরেও এই মাহফিল তেহরানের মুসাল্লায় কয়েক জন ক্বারির উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
 
এই মাহফিলটি ইরানের রেডিও এবং টেলিভিশনের উপস্থাপক মাজিদ ইয়ারাকবাফান উপস্থাপনা করেছেন। প্রথম দিনে মাহফিলের শুরুতে মিশরের প্রসিদ্ধ ক্বারি মরহুম শাহাত মুহাম্মাদ আনোয়ারের সুললিত কণ্ঠের কুরআন তিলাওয়াত সম্প্রচার করা হয়। সম্প্রচারিত তিলাওয়াতটি ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ার ত্রিশ বছর পূর্বে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে পরিবেশন করেছিলেন।
 
অতঃপর ইরানের তরুণ ক্বারি এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হামেদ আলিজাদেহ তার মনোমুগ্ধকর তিলাওয়াত পরিবেশন করেন। এরপর মিশরের বিখ্যাত ক্বারি মরহুম শাইখ আব্দুল ফাত্তাহ শা’শায়ী তিলাওয়াতের একটি ক্লিপ সম্প্রচার করা হয়। সর্বশেষে ইরানের তরুণ ক্বারি মুহাম্মাদ সাঈদ আলামখা কুরআন তিলাওয়াত করেন। 
 
আগ্রহী ব্যক্তিমণ্ডলী এই অনুষ্ঠানটি ইরানের কুরআন এবং মা’রেফ টিভি চ্যানেল অথবা KHAMENEI.IR ওয়েবসাইটে দেখতে পারবেন।  iqna
 

 

captcha