IQNA

তিন বছর পর বাহরাইনের রাজনৈতিক বন্দী নারীর মুক্তি

19:58 - April 27, 2021
সংবাদ: 2612687
তেহরান (ইকনা): বাহরাইনের রাজনৈতিক বন্দী “জাকিয়া আল-বারবৌরি” তিন বছর পর গতকাল আলে খলিফার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

জাকিয়া আল-বারবৌরিকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ২০১৮ সালে বাহরাইনের শাসক গ্রেফতার করে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিল। এই রাজনৈতিক বন্দী ৩ বছর সাজা ভোগ করার পর অবশেষে গতকাল মুক্তি পেয়েছেন।

বাহরাইনের বিশিষ্ট শিয়া আলেম আবদুল্লাহ আল-গারিফি এবং বেশ কয়েকজন শিয়া ব্যক্তি সেদেশের বাদশাহ হামাদ বিন ঈসা আলে খলিফার সাথে সাক্ষাতের একদিন পর রাজনৈতিক বন্দী জাকিয়া আল-বারবৌরি” মুক্তি পেয়েছেন।

৩০ বছর বয়সী জাকিয়া আল-বারবৌরি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি সেদেশের বিরোধী দলের নেতা আবদুল ওহাব হুসেন কর্তৃক প্রতিষ্ঠিত নিষিদ্ধ “ইসলাম আল-ওয়ফা” দলের সদস্য হওয়ার অভিযোগে অভিযুক্ত এবং বাহরাইনের গণতান্ত্রিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

এছাড়াও ২০১৯ সালে জাকিয়া আল-বারবৌরি’র নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু ঐবছরে রাজকীয় ডিক্রি দিয়ে বাহরাইনের নাগরিকত্ব পুনরায় প্রদান করা হয়েছে।

বাহরাইনে ওলামা পরিষদের সদস্যরা ২৫শে এপ্রিলে সেদেশের বাদশাহের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর এই পরিষদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাদশাহ জাকিয়া আল-বারবৌরি’কে অবিলম্বে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিকল্প দণ্ডবিধি ধীরে ধীরে এবং সীমাবদ্ধতা ছাড়াই বিভিন্ন কারণে কারাগারে থাকা অন্যান্য কয়েদিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বিদেশে বসবাসরত বাহরাইনিদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। iqna

 

captcha