IQNA

শহীদ শিক্ষার্থীদের স্মরণে আফগান দূতাবাসের সামনে স্মরণ সভা

17:08 - May 11, 2021
সংবাদ: 2612768
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে সাইয়্যেদুশ শোহাদা (আ.) বালিকা বিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আজ তেহরানাস্থ আফগান দূতাবাসের সামনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার কাবুলে সাইয়্যেদুশ শোহাদা (আ.) বালিকা বিদ্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এই বিদ্যালয়ের ৮০ জন ছাত্রী শহীদ হয়েছেন। এসকল শহীদ শিক্ষার্থীদের স্মরণে আজ তেহরানাস্থ আফগান দূতাবাসরে সামনে স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই স্মরণ সভাটি স্থানীয় সময় বিকাল ৬টায় তেহরানের পাকিস্তান রোডে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তানের দূতাবাসের সামনে অনুষ্ঠিত হবে।

শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলায় বেশিরভাগই স্কুলছাত্রী হতাহত হয়েছেন। তারা স্কুল শেষে বাড়ি ফেরার সময় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থী।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিস্ফোরণের ঘটনাকে যুদ্ধ অপরাধ হিসাবে অভিহিত করে বলেছে: শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যুদ্ধের বহিরাগত ক্ষেত্র হিসেবে বিবেচিত। এই হামলার জন্য তালেবান দায়ী। তালেবানের লক্ষ্য হ'ল আফগানিস্তানের জনগণ ও সরকারকে চাপের মুখে রাখা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার দায়ভারও তালেবান স্বীকার করেনি। তবে ঐ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের পর স্পষ্ট হয়েছে যে, হামলাকারীদের সাথে তালেবানের যোগাযোগ রয়েছ। এ সত্ত্বেও তালেবান এই হামলার দায় অস্বীকার করে হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করে তীব্র নিন্দা জানিয়েছে। iqna

captcha