IQNA

ইস্তাম্বুলে ১৩৬ জন হাফেজকে সম্মাননা প্রদর্শন করলের তুরস্কের প্রেসিডেন্ট

18:38 - May 31, 2021
সংবাদ: 2612882
তেহরান (ইকনা): এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ১৩৬ জন কোমলমতি কুরআনের হাফেজকে সম্মাননা দিয়েছেন। এই অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাবৃন্দ এবং বিদেশী অতিথিগণও উপস্থিত ছিলেন।

তুরস্কের পর্যটক শহর ইস্তাম্বুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরে ঐতিহ্যবাহী নগরী ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজদের এ সম্মাননা দেয়া হয়।

আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে এরদোগান ছাড়াও তার উপদেষ্টা ফুয়াদ উকটা, সংসদ স্পিকার মোস্তাফা শানতুব, সুদানী ট্রানজিশনাল কাউন্সিলের প্রথম ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ হামদান দাগালু এবং তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার প্রধান আলী আরবাশ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর ১৩৬ জন সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজকে স্নাতক শংসাপত্র প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে রজব প্রেসিডেন্ট এরদোগানের নাতি (নাজমুদ্দিন বেলালের ছেলে) ওমর তাইয়েব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শানতুবও ছিলেন। এসকল হাফেজ ইস্তাম্বুলের চেম্বার অফ কমার্সের আওতাধীন ইমামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও মারমারা আনাতলি ধর্ম প্রচারক।

তুরস্কের প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করেন ও তার এই তিলাওয়াতের সাওয়াব শ্রোতাদের হাদিয়া করেন। পরে তিনি উপস্থিত অতিথি ও সম্মাননাপ্রাপ্ত খুদে হাফেজদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। iqna

captcha