IQNA

সৈয়দ আম্মার আল-হাকিম;
23:33 - November 30, 2014
সংবাদ: 2613520
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের ইসলামী সুপ্রিম কাউন্সিল প্রধান এক বিবৃতিতে বলেছেন: ইমাম হোসেন (আঃ)এর পথ, সম্মান ও আনুগত্যের পথ। মিডিয়ার সেন্সরশিপ থাকা সত্ত্বেও ক্রমাগত এ পথ বৃদ্ধি পাচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’ রিপোর্ট: ইরাকের ইসলামী সুপ্রিম কাউন্সিল প্রধান সৈয়দ আম্মার আল-হাকিম সেদেশের দক্ষিণাঞ্চলে ‘জি কার’ প্রদেশের শহীদ মুহাম্মাদ বাকের আল হাকিমের গ্রামের বৃদ্ধ নেতাদের সাথে এক বৈঠকে বলেন: ইমাম হুসাইন (আ.) যেভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, ঠিক সেভাবে ইরাকি অধিবাসীরা নিজেদের দেশ গঠনের জন্য ন্যায়বিচারের উপর ভিত্তি করে সকল সমস্যা অতিক্রম করবে।
তিনি বলেন: ইরাকী অধিবাসী, তাকফিরী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে পরাজিত করবে।
তিনি আরও বলেন: ইমাম হোসেন (আঃ)এর পথ, সম্মান ও আনুগত্যের পথ। মিডিয়ার সেন্সরশিপ থাকা সত্ত্বেও ক্রমাগত এ পথ বৃদ্ধি পাচ্ছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: আমরা নাগরিকদের সাথে এবং ইমাম হুসাইন (আ.)এর পথে অটুট থাকব।
2613144

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: