IQNA

গাজায় ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং বধির কুরআন শিক্ষার্থীকে সম্মাননা প্রদর্শন করল দারুল কুরআন

20:48 - March 14, 2015
সংবাদ: 2983071
আন্তর্জাতিক বিভাগ: গাজার ‘সুন্নত ও দারুল কুরআন’ ১২ই মার্চ বৃহস্পতিবারে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং বধির কুরআন শিক্ষার্থীকে সম্মাননা প্রদর্শন করেছে।

বার্তা সংস্থা ইকনা: গাজার ‘সুন্নত ও দারুল কুরআনে’র প্রধান আব্দুর রহমান আল জামাল এ সম্মাননা প্রদর্শন অনুষ্ঠান তার নিজ বক্তৃতায় এসকল প্রতিবন্ধী কুরআন শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাদের পরিবারের নিকট কুরআন শিক্ষার্থীদের প্রচেষ্টা সংরক্ষণের জন্য কুরআন হেফজ আঞ্জুমানে তাদের নাম নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন: কুরআন হেফজ ও শিক্ষার জন্য যে সকল শিক্ষার্থী আগ্রহী, তাদের জন্য গাজার ‘সুন্নত ও দারুল

কুরআনে’র দরজা সর্বদা উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের শেষে, ফিলিস্তিনির শিক্ষা মন্ত্রণালয়ের ধ্রুব প্রচেষ্টায় অনেকই এ কুরআনিক ক্যাম্পে যোগদান করছে। এজন্য গাজার ‘সুন্নত ও দারুল কুরআন, শিক্ষা মন্ত্রণালয়কে অনার্স পুরস্কার প্রদান করেন এবং শীর্ষ স্থানীয় ব্যক্তিদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ অনুদান করেন।
বলাবাহুল্য, তিন বছর পর ৪৫ জন দৃষ্টি প্রতিবন্ধী কুরআন শিক্ষার্থী আল নুর স্কুল থেকে কুরআনিক ক্যাম্পের ‘আলোর দিকে ধাবিত -৩’এ যোগদান করেছে এবং আশাকরা যাচ্ছে তাদের মধ্যে অনেকই আগামী বছরে তারা সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হবে। এছাড়াও কুরআন হেফজ বিশ্ব আঞ্জুমানেরা পক্ষ থেকে ৩০ জন বধির শিক্ষার্থীদের কুরআনিক ক্যাম্পের ‘বিল কুরআন নাসামু -২ স্থানান্তর করা হয়েছে।
2979730

captcha