বার্তা সংস্থা ইকনা: ইয়াকুব আল আহমেদ বলেন: কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৩য় এপ্রিলে শুরু হবে এবং একাধার ১০ম এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতায় তাজবিদ, তেলাওয়াত এবং হেফজ বিভাগ ছাড়াও ‘কুরআনের প্রযুক্তিগত দিক থেকে উচ্চতর নকশার সেবা’ বিষয়ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় কুয়েত আওকাফ কুরআন ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
উক্ত কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে ‘হামিদ রেজা আব্বাসী’ এবং ‘পেইমান এইয়াযী’ অংশগ্রহণ করবেন।
হামিদ রেজা আব্বাসী ইরানের যানজান শহরে ১৩৫৫ সালে জন্মগ্রহণ করেছে এবং বর্তমানে মাশহাদে বসবাস করছে। তিনি ১৩৯০ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চতুর্থতম স্থানে বিজয়ী হন।
পেইমান এইয়াযী ইরানের কায়েমশাহরে মাযানদারান শহরে ১৩৬৯ সালে জন্মগ্রহণ করেছে। তিনি এপর্যন্ত রাশিয়া, আলজেরিয়া এবং তিউনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
কুয়ের পুরস্কার প্রতিযোগিতার পঞ্চতম পর্ব ২০১৪ সালে এপ্রিলে বিশ্বের ৫৭টি দেশ থেকে মোট ১০৭ জন হাফেজ এবং কারি অংশগ্রহণ করেন।
3054417