IQNA

কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

23:54 - March 31, 2015
সংবাদ: 3070772
আন্তর্জাতিক বিভাগ: কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩০শে মার্চে সেদেশের ‘কারওয়ান বিলাজা’ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের প্রচেষ্টায় এবং সেদেশের আমির ‘শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’এর তত্ত্বাবধান ও সমর্থনে কুয়েত পুরস্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতের প্রধানমন্ত্রী ‘শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ’ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয় এবং পরবর্তীতে কুয়েতের বিচার ও আওকাফ ও ধর্ম মন্ত্রী ইয়াকুব আব্দুল মুহসেন আল সানায় এবং আওকাফ মন্ত্রীর উপদেষ্টা ও প্রতিযোগিতার সুপ্রিম কমিটির প্রধান ‘আদেল আল ফালাহ’ বক্তৃতা পেশ করেন।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ১ম এপ্রিল থেকে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের ৮ম এপ্রিলে সম্মাননা প্রদান করা হবে।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও অধিক দেশ থেকে ১০০ জন্য প্রতিনিধি অংশগ্রহণ করবে।
কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কুয়েত আওকাফ কুরআন ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
3065682

captcha