বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতিম যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ‘আনা যাহরা’ নামক সহায়তা ও সংহতি সমিতির পক্ষ থেকে উক্ত উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, উক্ত উৎসব মাহফিল ১২ই এপ্রিল ‘ইয়াহিয়া কামাল বিয়াটালী’ সংস্কৃতি সেন্টারে আহলে বাইয়েত ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ‘ইয়াহিয়া কামাল বিয়াটালী’ সংস্কৃতি সেন্টার ইউরোপের সর্ববৃহৎ সংস্কৃতি সেন্টার এবং তুরস্কের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এ অনুষ্ঠান সম্প্রচার করবে।
3104339