‘dhaka.icro’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: রাজধানী ঢাকায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশী প্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্বারি বিভাগে আবুল হাসান এবং হেফজ বিভাগে ফুরকানুদ্দিন’কে নির্বাচন করা হয়েছে।
ইরানে আসন্ন ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেশের বিশিষ্ট ক্বারি ও হাফেজদের মধ্যে তিনটি পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার পর এ দু’জন প্রতিনিধিকে নির্বাচন করা হয়েছে।
উক্ত নির্বাচনী অনুষ্ঠান আন্তর্জাতিক ক্বারি আহমেদ ইবনে ইউসুফের উপস্থিতিতে ইরানী কালচারাল কাউন্সিলারের তত্ত্বাবধানে গত ৩ ও ৪র্থ এপ্রিলে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক্বারি বিভাগে আবুল হাসান এবং হেফজ বিভাগে ফুরকানুদ্দিন প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে আসন্ন ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন।
বলাবাহুল্য, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ৩২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৫ই মে শুরু হবে এবং একাধারে ২৩শে মে পর্যন্ত অব্যাহত থাকবে।
3147157