বার্তা সংস্থা ইকনা: চীনের ‘আইযিযান শহরে টাঙ্গ রাজবংশের ঘায়ুযুংগ সম্রাটের শাসনামল তথা ৬৫১ খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম স্বীকৃতি পেয়েছে।
আইযিযান শহরের অধিকাংশ অধিবাসী মুসলমান এবং এদের মধ্যে অধিকাংশ জনগণ হুই বংশোদ্ভূত। বর্তমানে আইযিযান শহরের ৫০ হাজারের অধিক হুই মুসলমান বসবাস করছে।
চীনের শাঅনশী প্রদেশের অবস্থিত আইযিযান শহর এবং এ শহরের ‘মুসলিম অঞ্চল’ নামক এক স্থানে মুসলমানেরা নিজস্ব পন্থা জীবন যাপন করেন।
এ অঞ্চলে ২০ হাজারের অধিক মুসলিম অধিবাসী রয়েছে এবং ১০টি মসজিদ রয়েছে। এর মধ্যে মুসলমানদের প্রিয় জামে মসজিদ আইযিযান নামে প্রসিদ্ধ।
আইযিযান শহরের রাস্তা-ঘাটগুলো পর্যটকদের নিকট অতি সুন্দর ও আকর্ষণীয় হিসেবে গণ্য, এ শহরের রাস্তাগুলো রেস্টুরেন্ট ও মজাদার খাদ্যের স্টল হিসেবে প্রসিদ্ধ। এ সকল রেস্টুরেন্ট নারী বিক্রেতাদেরও দেখা যায়। প্রতিটি রেস্টুরেন্ট ও স্টল থেকে প্রচুর পরিমান বিক্রয় হয় এবং প্রায় চীনের সকল প্রসিদ্ধ ও মজাদার খাদ্য এখানে পাওয়া যায়।
3149362