বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিল ২৫শে মে ইরাকের পবিত্র নগরী কারবালায় ‘শাহাদাতের বসন্ত’ শিরোনামে ১১তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের উপান্তে অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কুরআন মাহফিল কারবালার বিশিষ্ট ক্বারি ও মোয়েজ্জিন হাজী আদেল আল কারবালায়ী’র সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
ইমাম হোসাইন (আ.)এর মাযারের সাথে সম্পৃক্ত কুরআন তেলাওয়াত ও হাফেজ আঞ্জুমানের কর্তৃপক্ষ আলী আল খাফাজী এ ব্যাপারে বলেন: উক্ত আন্তর্জাতিক কুরআন মাহফিলে বিশ্বের খ্যাতনামা ক্বারি বিশেষ করে ইরানের সৈয়দ জাওয়াদ হুসাইনী, কুয়েতের আব্দুল্লাহ আহমাদ ইবিল, লেবাননের আব্বাস শরীফ উদ্দিন এবং ইরানের পবিত্র নগরী মাশহাদের ক্বারি হামীদ গাবান কুরআন তেলাওয়াত করেন।
3308113