বার্তা সংস্থা ইকনা: গতকাল ইসরাইলের মুখপাত্র ঘোষণা করেছে: তেল আভিভ সিদ্ধান্ত নিয়েছে, ফিলিস্তিনিদের মসজিদুল আকসার প্রবেশের অনুমোদন বাতিল করবে।
গাজা হতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পূর্বেও দখলদার ইসরাইলিরা অনুরূপ একটি পদক্ষেপের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরের প্রায় ৫০০ জনের মসজিদুল আকসার প্রবেশের অনুমোদন বাতিল করবে।
গাজা হতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সূত্র ধরে বুধবার সকাল থেকে ইসরায়েলি জঙ্গি বিমান বেশ কয়েকবার ফিলিস্তিনে হামলা করেছে। আর এরপর থেকে ফিলিস্তিনিদের মসজিদুল আকসার প্রবেশের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।
এছাড়াও বিগত কয়েক সপ্তাহ যাবত ইসরাইলি বাহিনী বিভিন্ন অজুহাতে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে।
২০০৭ সালের জুন মাস থেকে ইসরাইলি বাহিনী গাজা বাসীদের অবরুদ্ধ করে রেখেছে। তাদের এ অবরুদ্ধের ফলে গাজা বাসীর জীবনযাত্রা মান হ্রাস, নজিরবিহীন বেকারত্ব এবং দারিদ্র্যতার প্রভাব বিস্তার করেছে।
3318463