বার্তা সংস্থা ইকনা: দ্বিতীয় ইমাম হযরত ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন মসজিদ ও হোসাইনিয়া উৎসব মাহফিলের আয়োজন করা হয়েছে। আর এ উপলক্ষে সেদেশের ইমাম হুসাইন (আ.) নামক দারুল কুরআনের পক্ষ থেকে কোয়েটায় ৩য় জুলাই বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে দ্বিতীয় ইমাম হযরত ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব মাহফিল আজ রাত ২১টায় শুরু হবে। এ উৎসব মহফিলে সকলে আমন্ত্রণ জানানো হয়েছে।
3322451