IQNA

বিভিন্ন দেশে ১০ লাখ কুরআন বিতরণ করবে কাতার

21:46 - July 09, 2015
সংবাদ: 3326048
আন্তর্জাতিক বিভাগ: কাতারের হিউম্যান সার্ভিসেস ইন্সটিটিউট "রাফ" বিশ্বের ৬২টি দেশে অনুবাদ সহকারে ১০ লাখ কুরআন শরিফের পাণ্ডুলিপি বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে।



বার্তা সংস্থা ইকনা: এ প্রকল্প বাস্তবায়নের জন্য কাতারের এক কোটি রিয়াল খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। এ পরিকল্পনার মাধ্যমে বিশ্বের ৬২টি দেশের মুসলমানদের মধ্যে ১০ লাখ কুরআন বিতরণ করা হবে।
কাতারের এক দাতা ব্যক্তি ৫০ হাজার কুরআন শরিফ প্রিন্ট করার দায়িত্ব গ্রহণ করেছেন। ৫০ হাজার কুরআন প্রিন্টের সকল খরচ তিনি বহন করবেন। এর মধ্যে  জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষয় অনুদিত ২৫ হাজার কুরআন শরিফ থাকবে।
কাতারের হিউম্যান সার্ভিসেস ইন্সটিটিউট "রাফ"এর পরিচালক ‘আয়জ বিন দাবসান আল কাহতানী বলেন: এক লাখ কুরআন শরিফ প্রিন্ট এবং বিতরণে পরিকল্পনা উক্ত ইন্সটিটিউট কৌশলগত পরিকল্পনার মধ্যে অন্তর্গত। বিশ্বের বিভিন্ন দেশে কুরআন শরিফের চাহিদা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
3325638

captcha