IQNA

রাশিয়ায় কুরআনের আলোকে আন্তর্জাতিক উৎসব

23:56 - July 11, 2015
সংবাদ: 3326797
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার ইসলামিক - সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ১১ই জুলাই কুরআনের আলোকে প্রথম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: প্রথম আন্তর্জাতিক উৎসবে কুরআন ও ঐতিহাসিক শিল্পকর্মের প্রদর্শন, পবিত্র কুরআন আলোকে ফিল্ম ও অ্যানিমেশন প্রদর্শন, আলোচনা বৈঠক সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠান উদযাপনে রাশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টার সহযোগিতা করছে।
কুরআনের আলোকে আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠান ১১ই জুলাই শুরু হবে এবং টানা এক সপ্তাহ বাপী অব্যাহত থাকবে।
এ উৎসব অনুষ্ঠানে কাজাখিস্তান, ইরান, আজারবাইজান, তাজিকিস্তান, তুরস্ক এবং ভারতের ধর্মীয় ওলামা, শিল্পী এবং পবিত্র কুরআনের অনুবাদকগণ উপস্থিত থাকবেন এবং মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
রাশিয়ার মুসলিম কাউন্সিলের প্রধান রৌশান আবিইয়সুফ উৎসব অনুষ্ঠান সম্পর্কের বলেন: কুরআনের আলোকে আন্তর্জাতিক উৎসব মস্কোর ইসলামিক - সাংস্কৃতিক কেন্দ্রে এক সপ্তাহ ব্যাপী চলবে।
এছাড়াও এ উৎসব অনুষ্ঠানের উপান্তে ‘চারু ও কারু কলার আয়নায় কুরআন’ শিরোনামে কুরআন শরিফের ক্যালিগ্রাফি, ইসলামী পোশাক ও সফটওয়্যার প্রদর্শনী করা হবে।
কুরআনের আলোকে আন্তর্জাতিক উৎসব সফল ভাবে উদযাপনের ক্ষেত্রে মস্কোর ইসলামিক-সংস্কৃতি সেন্টার, আল মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মস্কো শাখা, মস্কোর ইসলামিক স্টাডিজ ইন্সটিটিউট, রাশিয়ান ফেডারেশনের তাতারেস্তান ও বুসকেরিস্তানের মুসলিম ধর্মীয় কর্তৃপক্ষ সহযোগিতা করছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে  ইসলামি বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন কুরআনিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
ককেশাস প্রজাতন্ত্রের অন্তর্গত অঞ্চল সমূহে রাশিয়ার অধিকাংশ মুসলমান বসবাস করে। ১৫ কোটি জনগণের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ২ কোটি।
3326401

captcha