বার্তা সংস্থা ইকনা: মিশরের ১০ বছরের শিশু ‘আলা বদর সাইয়্যেদ মুহাম্মাদ’ মাত্র ৩ মাসে পবিত্র কুরআনের সকল সূরা মুখস্ত করতে সক্ষম হয়েছে।
মিশরের ‘আসিউত প্রদেশের ‘আল ফাতা’ কুরআনিক কেন্দ্রে মাত্র তিন মাস ক্লাস গ্রহণ করে ‘আলা বদর সাইয়্যেদ মুহাম্মাদ’ কুরআনের হাফেজ হয়েছেন।
আসিউত প্রদেশের ‘আল ফাতা’ কুরআনিক কেন্দ্রে কর্মকর্তা এ ব্যাপারে বলেন: ১০ বছরের শিশু ‘আলা বদর সাইয়্যেদ মুহাম্মাদে’র মাত্র ৩ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করার বিষয়টি সতিকার অর্থে একটি অলৌকিক ঘটনা।
3328101