বার্তা সংস্থা ইকনা: বিশ্বের প্রাচীনতম কুরআন শরিফ প্রকাশের খবর গত সপ্তাহে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, রেডিওকার্বন ডেটিং করার মাধ্যমে গবেষকগণ ধারণা করছে প্রাপ্তি কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলোর বয়স কমপক্ষে ১৩৭০ বছর।
সৌদি আরবের রাজধানী রিয়াদের ‘মালিক ফয়সাল’ নামক গবেষণা ও ইসলামিক স্টাডিজ সেন্টার ফর রিসার্চ ডিরেক্টর ‘সৌদ আস-সারহান’ বার্মিংহামে উদ্ধারকৃত কুরআন শরিফের প্রাচীন পৃষ্ঠাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন: আরবি টেক্সটের এ পৃষ্ঠাগুলোয় নোক্তা (বিন্দু) ব্যাবহার করা হয়েছে এবং আয়াত সমূহের মধ্যে যে স্পেস রয়েছে তা ঘোষিত সময়ের অনেক পরে শুরু করা হয়েছে।
এ গবেষক আরও বলেন: কুরআন শরিফের এ পৃষ্ঠা গুলো যে চামড়ার ওপর লেখা হয়েছে সে চামড়াও ঘোষিত সময়ের সাথে সামঞ্জস্য নয়। প্রাচীন যুগে লেখার জন্য যে সকল চামড়া ব্যবহার করা হত সেগুলো বেশ কয়েক বার পরিষ্কার করা হত এবং অনেক ক্ষেত্রে পুনরায় লেখা হত। অতএব, ঘোষিত সময়ের সাথে এ চামড়ার বয়সসীমার কোন সামঞ্জস্য নেই।
রিয়াদের ‘মালিক ফয়সাল’ নামক গবেষণা ও ইসলামিক স্টাডিজ সেন্টার ফর রিসার্চ ডিরেক্টর গুরুত্বারোপ করে বলেন: এখন গবেষকদের মধ্যে প্রাচীনতম কুরআনের পাণ্ডুলিপি আবিষ্কারে প্রতিযোগিতা শুরু হয়েছে। গবেষকদের মধ্যে প্রতিযোগিতা থাকা সত্ত্বেও ইংল্যান্ডে এ কুরআন শরিফের সন্ধানের ফলে জনগণের মধ্যে তেমন প্রভাব বিস্তার করেনি। কারণ মুসলিম জনগণ বিশ্বাস করে, হযরত মুহাম্মাদ (সা.)এর জীবদ্দশায় যে কুরআন শরিফ ছিল সেটি এখনও আমাদের মধ্যে বিরাজ করছে।
3335234