IQNA

ভারতে ৪১০ বছরের প্রাচীন কুরআন উদ্ধার করল পুলিশ

22:25 - August 12, 2015
সংবাদ: 3341751
আন্তর্জাতিক ডেস্ক: ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমলের অন্তর্গত একখণ্ড প্রাচীন ও মূল্যবান কুরআন ভারতের মহীশূর শহর হতে দালালদের হাত থেকে উদ্ধার করেছে সেদেশের পুলিশ।

বার্তা সংস্থা ইকনা: ভারতের হায়দ্রাবাদের এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নিকট হতে ১০ সদস্যের একটি দালালের দল ৪১০ বছর প্রাচীন তথা সম্রাট আকবরের শাসন আমলের অন্তর্গত এই কুরআন শরিফটি ক্রয় করে। তারা এই মূল্যবান ও প্রাচীন কুরআন শরিফটিকে প্রায় ৭৭৭ হাজার ডলারে বিক্রয় কারার চেষ্টা করেছিল।
ভারতীয় পুলিশ জানায়, ভারতের একটি পুলিশ টিম ব্যবসায়িকের রূপে এই ১০ ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং এভাবেই তারা এ মূল্যবান কুরআন শরিফটিকে উদ্ধার করে।
হিন্দি ইতিহাসবিদ শেখ আলী বলেছেন: এ কুরআন শরিফটি যে লিখেছেন, সে অনেক অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। উদ্ধারকৃত কুরআন শরিফের ৬০৪টি পৃষ্ঠা রয়েছে।
তিনি বলেন: কুরআন শরিফের শেষে পৃষ্ঠা দেখলে স্পষ্ট যে, এ কুরআন শরিফটি মোঘল আমল এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমলের অন্তর্গত এবং ১৬০৫ সালে নুরুদ্দিন মুহাম্মাদ সেলিম নামক এক ব্যক্তি লিখেছেন।
শেখ আলী আরও বলেন: এ কুরআন শরিফটি ভারতের জন্য একটি বিরল ও অনন্য কুরআন শরিফ। ভারতের প্রাচীনতম কুরআন শরিফের মধ্যে এটি অন্যতম।
উদ্ধারকৃত কুরআন শরিফ ব্যাপারে প্রয়োজনীয় গবেষণা করার জন্য ভারতের আর্কিওলজিক্যাল সংস্থা আহ্বান জানিয়েছে।
3341450

captcha