IQNA

মালয়েশিয়ায় প্রথম কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে

18:31 - August 15, 2015
সংবাদ: 3344474
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার দারুল ঈমান নামে প্রসিদ্ধ ট্রানঘানু প্রদেশের প্রথম কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: ট্রানঘানু প্রদেশের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির প্রধান তৈয়ব গাজ্জালি বলেন: ইতিমধ্যে এ কুরআনিক বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন: বর্তমানে এ প্রদেশে একটি দারুল কুরআন রয়েছে, যা আপগ্রেড করে কলেজে রূপান্তরিত করা হয়েছে।
গাজ্জালি বলেন: মালয়েশিয়ার ট্রানঘানু প্রদেশে কুরআনিক বিশ্ববিদ্যালয় নির্মাণের ধারণা দেশটির শিক্ষা মন্ত্রী ইদ্রিস জুসু উপস্থাপন করেছেন।
তিনি বলেন: আমি অতি শীঘ্রই শিক্ষামন্ত্রী ইদ্রিসের সাথে দেখা করব এবং এ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য আলোচনা করব।
3343207
 

captcha