বার্তা সংস্থা ইকনা: উক্ত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ১৮টি দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘ব্রেইল কুরআন’ শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই থাইল্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধী তার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন। অতঃপর তুরস্কের পারিবারিক মন্ত্রী বক্তৃতা পেশ করেন।
তিন দিন ব্যাপী এ সম্মেলনে কুরআন শিক্ষা ও তেলাওয়াত সহ ধর্মীয় জ্ঞান শেখার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা অর্জনের জন্য ফরাসির অধিবাসী ‘লুই ব্রেইল’ এ বর্ণমালা উদ্বাভন করে। অন্ধ ব্যক্তিরা এ বর্ণমালায় স্পর্শ করে তারা বুঝতে পারে কি লেখা আছে।
সাম্প্রতিক বছরগুলোই দৃষ্টি প্রতিবন্ধীদের ধর্মীয় শিক্ষা অর্জন বিশেষ করে পবিত্র কুরআন তেলাওয়াত শেখানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। তবে এখনো বিশ্বের অনেক স্থানে দৃষ্টি প্রতিবন্ধীদের নিকট ব্রেইল বর্ণমালায় কুরআন অথবা ধর্মীয় গ্রন্থ পৌঁছায়নি।
3351614