বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বেলুচিস্তানের সংসদ সদস্য এবং মুসলিম ঐক্যের এমপি সাইয়্যেদ মুহাম্মাদ রেজা আগা আমেরিকার বিভিন্ন প্রদেশে বসবাসকৃত শিয়াদের সাথে সাক্ষাত করছেন। আর তার এ সফরের অব্যাহতে আমেরিকার হিউস্টান শহরের ‘আল মুর্তজা’ হুসাইনিয়াতে উক্ত শহরের শিয়াদের সাথে দেখা করেছে তিনি।
তার এ সাক্ষাতে হিউস্টান শহরে বসবাসকৃত শিয়ারা পাকিস্তানের কোয়েটার শিয়াদের অধিকার অর্জন এবং তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে সমর্থন করার প্রতি আহবান জানিয়েছে।
3360671