IQNA

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রিন্ট করবে ইন্দোনেশিয়া

23:52 - September 13, 2015
সংবাদ: 3362178
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন শিক্ষা প্রদানের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্ট করার খবর জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের গাইডেন্স মহাপরিচালক জানিয়েছেন: আগামী বছর থেকে ইন্দোনেশিয়ায় মুসলিম দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্ট করা হবে।
তিনি বলেন: এ বছরে ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্ট করার কথা ছিল কিন্তু সময় এবং কিছু যান্ত্রিক সমস্যার ফলে তা সম্ভব হচ্ছে না।
মাশাসিন আরও বলেন: চলতি বছরে ব্রেইল বর্ণমালায় প্রিন্ট করার জন্য ধর্মীয় মন্ত্রণালয় এবং মুদ্রণ কোম্পানি প্রস্তুত নয়। তবে আগামী বছরের মধ্যে ব্রেইল বর্ণমালায় কুরআন প্রিন্ট করা হবে।
ইন্দোনেশিয়ায় যে সকল দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা বর্তমানে যে সকল কুরআন ব্যবহার করছে সেগুলো ব্রেইল বর্ণমালায় নয়। তবে তারা কুরআনের আয়াত স্পর্শ করে কুরআন তেলাওয়াত করেন।
3361909
 

captcha