বার্তা সংস্থা ইকনা: এ প্রতিযোগিতার প্রথম পর্ব ৯ ও ১০ম অক্টোবর মস্কোর ‘ক্রস সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠান ১১ই অক্টোবর স্থানীয় সময় ১৪টায় মস্কোর ‘ক্রস সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতা রাশিয়ান মুফতি কাউন্সিলের প্রধান এবং রাশিয়ান ফেডারেশন মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসন মুফতি ‘রাভিল এইনুদ্দিনের তত্ত্বাবধানে এবং মস্কোর গভর্নর, রাশিয়ান ফেডারেশন অভ্যন্তরীণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৪০ টি দেশের অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
হেফজ বিভাগে ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রতিনিধি হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ‘মুসা মুয়তামাদী।’
3383306