বার্তা সংস্থা ইকনা: “ইমাম হুসাইন (আ.)” শীর্ষক সেমিনারে পাকিস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার শাহাবুদ্দিন দারায়ী এবং কালচারাল সেন্টারের কর্মকর্তা মুহাম্মাদ আকবারী অংশগ্রহণ করেছেন। এছাড়াও পাকিস্তানের বিশিষ্ট পণ্ডিত, ইসলামিক চিন্তাবিদ, রাজনৈতিকবিদ এবং শিয়া ও সুন্নির মাযহাবের ওলামাগণ উপস্থিত ছিলেন।
উক্ত শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা পেশ করেন শাহাবুদ্দিন দারায়ী। তিনি বলেন: ইসলামের পথে আমাদের সকল ইমামগণ (আ.) শহিদ হয়েছেন। তবে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস অনুযায়ী, ইমাম হুসাইন (আ.) এমন এক শহিদ, যার নাম শুনলে মু’মিনীর হৃদয় উত্তপ্ত হয়ে যায় এবং ইমাম হুসাইন (আ.)এর প্রতি মু’মিনদের ভালোবাসা ও তাদের আজাদারী কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন: ইমাম হুসাইন (আ.)এর উদ্দেশ্য ছিল দ্বীন’কে রক্ষা করা। তাঁর নানার দ্বীন’কে রক্ষা করার জন্য তিনি তাঁর পরিবারের সকল সদস্য ও বন্ধুদের শহীদ হতে হয়েছে।
3390574