IQNA

ইরানে শান্তিপূর্ণ ভাবে পালিত হল আশুরার শোকানুষ্ঠান + ছবি

23:46 - October 25, 2015
সংবাদ: 3393627
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শনিবার) কারবালার মর্মস্পর্শী ঘটনার স্মরণে শোকাবহ আশুরা পালিত হচ্ছে। ইরানের সর্বত্রই চলছে নানা শোকানুষ্ঠান। সড়ক ও মহাসড়কগুলোতে কালো পোশাক পরা শোকার্ত মানুষের ঢল নেমেছে। কারবালার বিভিন্ন ঘটনা বর্ণনা করতে করতে এগিয়ে যাচ্ছেন শত-সহস্র মানুষের শোকের মিছিল। এ উপলক্ষে ইরানে গতকালও ছিল সরকারি ছুটি।

বার্তা সংস্থা ইকনা: প্রায় চৌদ্দশ' বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেইন (আ.) ও তার ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন।
এ ঘটনা শুধু ইসলামের ইতিহাসেরই করুণ ঘটনা নয়, বিশ্ব ইতিহাসেরও সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মহিমায় গৌরবান্বিত আশুরা আজও মুসলিম হৃদয়ে সংগ্রাম ও ত্যাগের গতি সঞ্চার করে। ইরান ছাড়াও ইরাক, লেবানন,বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের বহু দেশে আজ (শনিবার) শোকাবহ আশুরা পালিত হচ্ছে।
ইরাকের কারবালায় ইমাম হোসেন (আ.)’র মাজার অবস্থিত। সেখানে সমবেত হয়েছেন প্রায় অর্ধ কোটি মুসলমান
3393146

captcha