IQNA

‘আনবার প্রদেশের ৮০ ভাগ এলাকা আইএসআইএল মুক্ত’

23:51 - November 05, 2015
সংবাদ: 3443869
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের শতকরা ৮০ ভাগ এলাকা সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র হাত থেকে মুক্ত করা হয়েছে। ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সহায়তায় দেশটির সামরিক বাহিনী এসব এলাকা মুক্ত করেছে।

আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরাকের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল এ খবর নিশ্চিত করেছেন। ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেলও জানিয়েছে, আনবার প্রদেশের উত্তর ও পশ্চিম অংশ মুক্ত করা হয়েছে। এছাড়া, পুরোপুরি মুক্ত করা হয়েছে প্রাদেশিক রাজধানী রামাদির মধ্যাঞ্চলও। 

ইয়াহিয়া রাসুল জানান, রামাদির কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেনারা এখন বাকি অঞ্চল মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে। এছাড়া, ইরাকের স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনী  রামাদির উত্তর এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, আনবার প্রদেশ থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য সামরিক অভিযান চলছে। গত রোববার ইরাকের সামরিক বাহিনী কয়েক দিক থেকে রামাদি অভিমুখে অভিযান চালায়। এরপরই এসব সাফল্যের খবর পাওয়া গেল।

captcha