বার্তা সংস্থা ইকনা: আজ মক্কা শরীফে সৌদি আরবের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৩৭তম আন্তর্জাতিক কুরআন হেফজ, তিলাওয়াত এবং তাফসীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রতিযোগীরা কুরআন হেফজ, তিলাওয়াত, তাফসীর, অনুবাদ এবং তাজবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এই প্রতিযোগিতার পরিচালক মানসুর আস সামিহ বলেন: বিশ্বের ৬৬টি দেশে থেকে ১২৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
মানসুর আস সামিহ বলেন: এই প্রতিযোগিতায় যারা অংশ নিবেন তাদের বয়স সর্বোচ্চ ২৫ বছর এবং তারা প্রথমবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
তিনি আরও বলেন এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে সর্বমোট তিন মিলিয়ন সৌদি রিয়াল নগদ পুরস্কার দেয়া হবে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা ৫দিন ধরে চলবে এবং ২০টি দেশের ২২জন বিচারক তাদের মধ্যে বিচার করবেন।
প্রতিযোগিতার শর্ত অনুযায়ী, ২৫ বছরের ঊর্ধ্বে কোন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে না, সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পূর্বে অংশগ্রহণ করতে পারবে না এবং শুদ্ধ আরবী উচ্চারণ করতে হবে।
3444186