বার্তা সংস্থা ইকনা: স্বর্ণালংকৃত ৩০০ পৃষ্ঠা বিশিষ্ট উক্ত কুরআন শরীফটি মসজিদুন নাবীর (সা.) লাইব্রেরীতে অনুদান করা হয়েছে। উক্ত কুরআন শরীফটি দৈর্ঘ্য ৬১.৫ এবং প্রস্থ ৪২.৫ সেন্টিমিটার। মসজিদুল হারাম ও মসজিদুন নাবীর (সা.) কমিটির সভাপতি ‘আব্দুর রহমান আল সাদিস’ উক্ত মূল্যবান কুরআন শরীফটি অনুদান করেছেন।
সাধারণ দর্শকগণের পরিদর্শনের জন্য উক্ত কুরআন শরীফটি মসজিদুন নাবীর (সা.) লাইব্রেরীতে অনুদান করা হয়েছে।
হস্ত লিখিত উক্ত কুরআন শরীফটি ‘মুহাক্কেক’ (ছয় লাইন বিশিষ্ট অন্যতম ইসলামী ক্যালিগ্রাফি) এবং রিজান (মুহাক্কেকের অন্তর্গত ফার্সি - আরবি বর্ণমালায় ক্যালিগ্রাফি) বর্ণমালায় লেখা হয়েছে।
3444238