IQNA

৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

23:55 - November 09, 2015
সংবাদ: 3446402
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৯ম নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মক্কা শরীফে সৌদি আরবের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৩৭তম আন্তর্জাতিক কুরআন হেফজ, তিলাওয়াত এবং তাফসীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘মালিক আবদুল আজিজ’ নামে প্রসিদ্ধ এ প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছরের আল্লাহর ঘর ক্বাবা’র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এবং আজ (৯ম নভেম্বর) বিকালে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ম নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের ৬৬টি দেশের ১২৪ জন প্রতিনিধি অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন হয়।
প্রতিযোগিতার কমিটি জানিয়েছে, ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণগণ মদিনায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার অধিকার দেওয়া হবে।
এ প্রতিযোগিতার বিচারক কমিটির প্রধান হিসেবে মদিনা কুরআনিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘হামাদ ইবনে আলী আল সাদিস’ নিয়োজিত হয়েছেন এবং সৌদি আরবের তায়েফ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব সহকারী অনুষদ ‘নাসের ইবনে সৌউদ আল কাছামী, আলজেরিয়া জমিয়ত উলেমা-ই ইসলাম কুরআন রিডিং স্কুলের প্রধান ‘খালিদ ইবনে আলী মুহাম্মাদ দাবানী’, নাইজেরিয়ার "সুলতান মোহাম্মদ মাছতু" নামক কুরআনিক গবেষণা কেন্দ্রের অধ্যাপক ‘মোহাম্মদ নাসের উসমান সাকতু’ এবং "মালয়েশিয়ার ইসলামী বিষয় অনুসরণ কেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার ‘আব্দুল করিম জাকারিয়া হারুন’ উপস্থিত ছিলেন।
3446277

captcha