আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ সকালে ২১ জন ইহুদিবাদীর একটি দল একজন গর্ভবতী নারীর আত্মীয় পরিচয়ে আল-খলিল শহরের আহলি হাসপাতালে আহত আজাম শালালদেহ'র কক্ষে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিন ভিত্তিক আরবি ভাষার ‘আল –ইয়োম’সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই ঘটনার সময় কক্ষে থাকা তার চাচাতো ভাইও ইসরাইলিদের হামলায় আহত হয়েছেন।হামলাকারীরা পরে আজামের দেহ অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
গত আগস্ট মাসের শেষদিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ শুরু হয়। গত প্রায় দুই মাসের ইন্তিফাদা চলাকালে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি ইহুদিবাদীদের হামলায় শহীদ হয়েছেন।