IQNA

আহত ফিলিস্তিনিকে হাসপাতালে ঢুকে হত্যা করল ইসরাইলিরা

23:41 - November 12, 2015
সংবাদ: 3447537
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের আল খলিল বা হেবরন শহরে অবৈধ বসতি স্থাপনকারীরা একটি হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে। ২০ দিন আগে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে এক সংঘর্ষে আহত হলে ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়।

আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ সকালে ২১ জন ইহুদিবাদীর একটি দল একজন গর্ভবতী নারীর আত্মীয় পরিচয়ে আল-খলিল শহরের আহলি হাসপাতালে আহত আজাম শালালদেহ'র কক্ষে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিন ভিত্তিক আরবি ভাষার  ‘আল –ইয়োম’সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই ঘটনার সময় কক্ষে থাকা তার চাচাতো ভাইও ইসরাইলিদের হামলায় আহত হয়েছেন।হামলাকারীরা পরে আজামের দেহ অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

 

গত আগস্ট মাসের শেষদিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ শুরু হয়। গত প্রায় দুই মাসের ইন্তিফাদা চলাকালে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি ইহুদিবাদীদের হামলায় শহীদ হয়েছেন।

captcha