বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনে ১৮০০ খ্রিস্টাব্দের আরবি থেকে ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ আবিষ্কৃত হয়েছে। এই কোরআনের পাতায় পবিত্র মক্কা ও মদিনার ছবিও রয়েছে।
বিজ্ঞানীরা এই সংস্করণকে পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ হিসাবে ঘোষণা করেছেন।
পবিত্র কুরআনের এই সংস্করণটি ১৭৩৪ সালে প্রকাশিত হয় এবং তাতে সোনা দিয়ে সুশোভিত করা হয়। যে বিষয়টি ইংরেজ গবেষকদের মনোযোগ আকর্ষণ করেছে।
তিনি বলেন: আপনার যখন পবিত্র কোরআনটি খুলবেন এবং পৃষ্ঠা উলটবেন তখন তার পাতায় পাতায় মক্কা ও মদিনার ছবি দেখতে পাবেন।
উল্লেখ্য, পবিত্র কোরআনের এই সংস্করণটি একটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হবে এবং তা দেশের বাইরে যাবে না। উক্ত কুরআন শরীফটি ইংরেজি ভাষায় অনুবাদকৃত প্রথম কুরআন শরীফ। আর এজন্য সেদেশের জনগণের নিকট এটি অতি মূল্যবান।
3447797