বার্তা সংস্থা ইকনা: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে ‘ইসলামি’ জঙ্গি না বলার আহ্বান জানিয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি আহমাদ আত-তাইয়্যেব। তিনি বলেছেন, ইউরোপের কোনো কোনো গণমাধ্যম সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ‘ইসলামি জঙ্গি’ বলে যে প্রচার চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গ্র্যান্ড মুফতি আহমাদ আত-তাইয়্যেবের বরাত দিয়ে মিশরের বার্তা সংস্থা আল-মেসরি আল-ইয়াওম এ খবর জানিয়েছে।
প্যারিসে শুক্রবার রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে গ্র্যান্ড মুফতি বলেন, দায়েশের সন্ত্রাসী তৎপরতা থেকে ইসলাম সম্পূর্ণ মুক্ত কারণ এটি রহমত ও শান্তির ধর্ম। তিনি বলেন, বিশ্বনবী (সা.) অন্যের জান, মাল ও সম্ভ্রমের ওপর হামলাকে হারাম বা নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি জীবনের শেষ খোতবায় জনগণকে বলেছেন, “হে লোকসকল! তোমাদের রক্ত, সম্পদ ও সম্ভ্রম পরস্পরের জন্য হারাম করে দেয়া হলো।”
আহমাদ আত-তাইয়্যেব বলেন, কথিত ইসলামি জঙ্গিদের বর্বরতা ও পাশবিকতাকে ইসলামের নামে চালিয়ে দেয়া উচিত নয়। কারণ, ইসলামের সঙ্গে এসব জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই বরং এরা ইসলামি চেতনার সম্পূর্ণ পরিপন্থী কাজ করছে
3453117