বার্তা সংস্থা ইকনা : এ সকল হামলার তীব্র নিন্দা জানিয়ে, মুসলমানদের নিরাপত্তা প্রদান এবং মসজিদগুলো যাতে হামলার শিকার না হয় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ঐ সকল দেশের সরকারের প্রতি আহবান জানিয়েছে আল-আযহার।
আল-আযহার ঘোষণা করেছে : মুসলমান এবং তাদের ইবাদতের স্থানের বিরুদ্ধে কিছু কিছু উগ্রতাবাদীকে উস্কে দেওয়ার ফলে ফেতনার আগুন জ্বলে উঠবে এবং পারস্পারিক টানাপোড়ন আরো বৃদ্ধি পাবে।
ইসলামি এ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ অন্ধ চিন্তার অধিকারী শক্তির স্বার্থসিদ্ধ। যাদের মোকাবিলা ও যাদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যের বিকল্প নেই।
আইএসআইএল চিন্তাধারা মোকাবিলার প্রয়োজনীয়তা
আল-আযহারের সহকারি প্রধান আব্বাস শুমান গতকাল ১৬ই নভেম্বর, উগ্রতাবাদীদের সাথে বিতর্কের জন্য আলেমগণকে ফ্রান্সে প্রেরণের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
তিনি আইএসআইএলের বিভ্রান্ত চিন্তাধারার মোকাবিলার প্রতি আহবান জানিয়ে বলেন : আইএসআইএলের মোকাবিলা চিন্তাগত দিক থেকেও করতে হবে এবং এ শুধুমাত্র নিরাপত্ত জোরদার করার মাঝে সীমাবদ্ধ রাখলে চলবে না।#3453601
সূত্র : সুদাল বালাদ