IQNA

নাইজেরিয়ায় ১১০০ বিদ্যালয় ধ্বংস করেছে বোকো হারাম

23:52 - November 18, 2015
সংবাদ: 3454447
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শুরু থেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম চাদ নামক নদীর আশেপাশের অঞ্চল থেকে আফ্রিকার প্রায় ১১০০ অধিক বিদ্যালয় ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম চাদ নামক নদীর আশেপাশের অঞ্চল থেকে আফ্রিকার প্রায় ১১০০ অধিক বিদ্যালয় ধ্বংস করেছে।
আফ্রিকায় সাহেল অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূত ‘টোবি লাঞ্জার’ বলেন: আফ্রিকার দেশ সমূহ তথা নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের বিভিন্ন অঞ্চল থেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হামার এ সকল মসজিদ ধ্বংস করেছে।
তিনি বলেন: চারটি দেশের সীমান্ত এলাকা নিয়ে গঠিত চাদ নদীর তীর থেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের অত্যাচারে এপর্যন্ত ২.৬ মিলিয়ন যারমধ্যে ২.২ মিলিয়ন নাইজেরিয়ান নিজেদের বাসগৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী বোকো হামার ২০০৯ সালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে নাইজেরিয়ার উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেয়। এই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম এখন আঞ্চলিক সমস্যায় পরিণত হয়েছে। যার প্রভাব সেদেশের প্রতিবেশী দেশ সমূহে পরেছে। বোকো হারামের হামলায় এপর্যন্ত ১৭ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে।
3453607
 

captcha