বার্তা সংস্থা ইকনা : পবিত্র ঈদে মীলাদুন্নাবি (স.) ও ইসলামি ঐক্য সপ্তাহের সমসময় পাকিস্তানে অবস্থিত ইরানের কেন্দ্রীয় কালচারাল সেন্টার রাওয়ালপিণ্ডির ইরানি কালচারাল সেন্টারের সহযোগিতায় হেফজ ও তেলাওয়াত বিভাগে পুরুষদের জন্য এ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতা আগামী ২৮ ও ২৯শে ডিসেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৪০ বছরের প্রতিদ্বন্দীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৮শে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারীদেরকে অবশ্যই প্রতিযোগিতা শুরুর একদিন পূর্বে রাওয়ালপিণ্ডিতে উপস্থিত থাকতে হবে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আগামী ২৯শে ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।#3454129