বার্তা সংস্থা ইকনা : প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন ও সমন্বয়কারী আবদেল হামিদ আবাউদ বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হয়েছে। এ সময় তার স্ত্রীও আত্মঘাতী হামলা চালাতে গিয়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রসিকিউটর।
বুধবার ভোর রাতে প্যারিস সিটির সেন্ট ড্যানিস এলাকার একটি বাড়িতে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়। একপর্যয়ে আবদেল হামিদ আবাউদের স্ত্রী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। আর পুলিশের গুলিতে নিহত হন আরেক সন্ত্রাসী। ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী নিহত ওই ব্যক্তিকেই প্রধান সন্দেহভাজন আবদেল হামিদ আবাউদ। প্যারিস পুলিশ তার আঙুলের ছাপ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার প্যারিসে সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ ব্যক্তি প্রাণ হারিয়েছে।#3454650
সূত্র : আল-আলাম