IQNA

শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে অনলাইনে কুরআন প্রশিক্ষণ

23:46 - November 21, 2015
সংবাদ: 3455363
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কুরআনিক একাডেমীর পক্ষ থেকে সেদেশের যুবক ও শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে এবং সহজ পন্থায় কুরআন প্রশিক্ষণ প্রদানের জন্য পাকিস্তানের কুরআনিক একাডেমীর পক্ষ থেকে অনলাইনে কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র শিশু এবং শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী  00923055390370 নম্বরে যোগাযোগ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারেন।
3453936

captcha