IQNA

আবৃত্তি সহকারে ৫ বছরের শিশুর কুরআন তেলাওয়াত + ভিডিও

23:47 - November 21, 2015
সংবাদ: 3455364
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ৫ বছরের এক শিশু কন্যা আবৃত্তি সহকারে কুরআন তেলাওয়াত করে সকলের মন জয় করেছে। আবৃত সহকারে এই শিশু কন্যার কুরআন তেলাওয়াতের ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার ৫ বছরের এক শিশু কন্যা তার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে সকলের মন জয় করেছে এবং আবৃত্তি করে পবিত্র কুরআনের আয়াতের বিষয়বস্তু সকলে বুঝিয়ে দিয়েছেন।
এ ভিডিওতে দেখা যায় শিশুকন্যাটি পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াতের সাথে সাথে আবৃত করে আয়াতের অর্থ সকলকে বুঝিয়ে দিচ্ছে।
আরবি ও ইউরোপিয়ান দেশসমূহের মুসলিম শিশুদের আদর্শ হিসেবে মালয়েশিয়ার এই শিশুকন্যাকে অনুসরণ করা উচিত। যাতেকরে ভবিষ্যৎ প্রজন্মের নিকট মহান আল্লাহর বানী এবং হযরত মুহাম্মাদ (সা.)এর সুন্নত সঠিক ভাবে সকলের নিকট পৌছাতে পারে।
3455126

captcha